সকল প্রশংসা মহান আল্লাহ তা'য়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ করে দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ (সাঃ ) এর প্রতি। সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শুভসূচনা করেছেন। আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মহীন কর্ম শিক্ষা এবং কর্মহীন ধর্ম শিক্ষা কোনটিই জাতির কল্যাণ বয়ে আন্তে পারেনা। তাই দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন দ্বীনিশিক্ষায় শিক্ষিত করে সমাজে তথা ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ তৈরী করা, যারা হবে আখেরাত মুখী মানুষ গোড়ার রাহবার এবং দুনিয়াবী কার্যক্রম পরিচালনায় দক্ষ প্রশাসক সেই মানুষ তৈরি করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এগিয়ে চলছে। শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মান অর্জনের উদ্দেশ্যে,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে, সরকারের গৃহীত কর্মসূচির জন্য সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে মারুফিয়ার রাহবার যাদের প্রচেষ্টায় আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ , অভিভাবকমন্ডলী , এলাকাবাসী সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, আমিন।